নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ:- ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় জুহান (৩৫) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। (৩১ জানুয়ারি) মঙ্গলবার বিকাল তিনটার দিকে উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের মধুপুর দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের হাটশিরা বাজার সংলগ্ন মল্লিকবাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত জুহান ময়মনসিংহ সদর উপজেলার পুলিশ লাইন কাশর মহল্লার মৃত রহমত আলীর পুত্র।স্থানীয়রা জানান, রাস্তার উপর একটি মৃত দেহ ও মোটরসাইকেল পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। এবিষয়ে, নান্দাইল মডেল থানার এস আই আঃ কাদির জানান,জুহান মোটরসাইকেল চালিয়ে মধুপুর বাজারের দিকে যাচ্ছিল। অপর দিকে একটি ট্রাক বিপরীত দিক থেকে দেওয়ানগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল।ঘটনাস্থলে পৌঁছলে ট্রাকেটি মোটরসাইকেলকে চাপা দিলে এই ঘটনা ঘটে। তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাক চালক নূরুল ইসলামকে আটক করা হয়েছে।