গুজব প্রতিরোধে জয়পুুরহাটে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা
নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধি:-
জয়পুরহাটে গুজব প্রতিরোধ গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন,জয়পুুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মীলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমিনুল হক বাবুল, রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন, জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ প্রমুখ। এছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা অংশ নেন।