র্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী ইমাম ও সোহেল আটক।
এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ পটুয়াখালীতে র্যাব-৮, সিপিসি-১, ক্যাম্প সদস্যদের হাতে ২জন ইয়াবা ব্যবসায়ী ইয়াবা সহ আটক হয়েছে।
র্যাব-৮, সিপিসি-১ জানান, শনিবার (০৫ নভেম্বর) বেলা আড়াইটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজার নের্তৃত্বে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে সদর থানাধীন ০৬ নং জৈনকাঠী ইউপি সংলগ্ন সেহাকাঠী গ্রামীন ব্যাংকের সামনে তিন রাস্তার মোড় পাঁকা রাস্তার উপর মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সময় র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ১। মোঃ ইমাম হোসেন (২৫), পিতা-মোঃ হাফিজুর রহমান, সাং-কেশবপুর, ০৩নং ওয়ার্ড এবং ২। মোঃ সোহেল মাতবর (২৪), পিতা-মোঃ জামাল মাতবর, সাং-বাদারবুনিয়া, এ/পি-জেলাখানার দক্ষিন পাশে নুর ইসলাম মাতবর বাড়ীর ভাড়াটিয়া, উভয় থানা-পটুয়াখালী সদরকে ৩৯ পিচ ইয়াবা সহ আটকপূর্বক ০২টি মোবাইল ফোন এবং ০২টি সিম উদ্ধার করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায় পেশায় একজন রড মিস্ত্রী এবং অন্যজন দিনমুজুর হলেও মাদকই তাদের প্রকৃত ব্যবসা। পরে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীদেরকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।