সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ প্রতিনিধি.
১২ ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করতে কাজ করছে মসিক বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র নির্দেশে ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধানে নগরের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে বর্জ্য অপসারণের কাজ চলছে।নগরীতে কোরবানি পশুর বর্জ্য দ্রুত সময়ের মধ্যে অপসারণ করতে ০৬ শত পরিচ্ছন্নকর্মী,২২ টি ট্রাক,পর্যাপ্ত পরিমাণ ব্লিচিং পাউডার ও ফিনাইল দিয়ে নগরের গুরুত্বপূর্ণ ৪৬৫ টি পয়েন্ট কার্যক্রম চলমান রয়েছে।এ সময় উপস্থিত ছিলেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী,বর্জ্য কর্মকর্তা মোঃ মোহাব্বত আলী,খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার,কঞ্জারভেন্সী ইন্সপেক্টর মোঃ রবিউল ইসলাম।
একটি পরিস্কার পরিচ্ছন্ন নগর গড়তে নিয়মিত কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং আপনাদের সচেতনতা ও সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন।