পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ
আসন্ন ২৫ শে মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আলহাজ্ব আব্দুস সালাম বিএ কে পুনরায় ৪২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসী। ৪২ নং ওয়ার্ডবাসীর সাথে আলোচনা করে জানা যায়, অতীতের চেয়ে বর্তমানে ৪২ নং ওয়ার্ডে অনেক রাস্তাঘাটসহ নানা উন্নয়নমূলক কর্মকান্ডের কারণে পুনরায় আলহাজ্ব আব্দুস সালাম বিএ কে ঠেলাগাড়ি মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন এলাকাবাসী।গাজীপুর মহানগরের পূবাইল ৪২ নং ওয়ার্ডে এবার ভোট লড়াইয়ে আ”লীগের ৩ জন বিএনপির ১জন লড়ছেন।যেখানে ভোটার সংখ্যা ২৩ হাজার জন।
আওয়ামী রাজনীতির সাথে জড়িত ৩ জনের সবাই মনোনয়ন প্রতীক পেয়ে জনসংযোগ করে মাঠ চষে বেড়াচ্ছেন। বিএনপি ও দূরে নয়। এদের মধ্যে গাজীপুর জেলা আইনজীবী সমিতির এডভোকেট মুজিবুর রহমান ঘুড়ি মার্কা ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ লাঠিম মার্কা পেয়েছেন। গত ২০১৮ সালের জয়ী কাউন্সিলর আলহাজ্ব আব্দুস সালাম পেয়েছেন ঠেলাগাড়ি মার্কা, আবুল কাশেম টিফিন ক্যারিয়ার মার্কা নিয়ে জয়ের উদ্দেশ্যে মাঠে নেমেছেন।মোট ২৩ হাজার ভোট ও ৯ টি ভোট কেন্দ্রে প্রায় সমান সংখ্যক নারী পুরুষ ভোটার এবার তাদের কাউন্সিলর নির্বাচিত করবেন ইভিএমের মাধ্যমে। ২০১৩ সালের সিটির প্রতিষ্ঠাতা কাউন্সিলর ছিলেন আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ এর সময়ে কাঙ্খিত উন্নয়ন না হওয়ায়, ২০১৮ সালে বর্তমান কাউন্সিলর আব্দুস সালাম বিএ কে পুনরায় কাউন্সিলর হিসেবে দেখতে চান ৪২ নং ওয়ার্ডবাসী।
ভোট ২৫ মে বৃহস্পতিবার আর মাত্র ৩ দিন বাকি। পূবাইল মেট্রোপলিটন থানার কাউন্সিলর প্রার্থীদের পদচারণায় সবচেয়ে আয়তনে ৪২ নং ওয়ার্ডের অলি গলি,বাজার রাস্তা-ঘাট ব্যানার পোস্টারে ভরে গেছে। প্রচারণা চালাতে গিয়ে অনেকে সময় একে অপরের সামনাসামনি হয়ে লিফলেট আদান-প্রদান করছেন। প্রার্থীরা গণসংযোগে রাত দিন যার যার মার্কা সম্বলিত লিফলেট বিতরণ করছেন। সব মিলিয়ে ভোটের আমেজ বেশ জমে উঠেছে। চায়ের আড্ডায় কে জয়ী হয়ে ৪২নং ওয়ার্ডের কাউন্সিলর হবেন তার চুল-ছেঁড়া বিশ্লেষণ করছেন ভোটাররা।এলাকা ভিত্তিক ভোটের অংক কষে যার যার প্রার্থীকে আলোচনায় এগিয়ে রাখছেন সমর্থকেরা।তবে নির্বাচনী ইশতেহার অনেকেরই অভিন্ন।রাস্তাঘাট,কালভার্ট,ড্রেনেজ ব্যবস্থা,ল্যাম্পপোস্ট,মাদক নির্মুল,স্থানীয় আদালতে সঠিক বিচার করা,পরিচ্ছন্ন শহর নির্মাণ,মশকনিধনের প্রতিশ্রুতি সহ বিভিন্ন আশ্বাস প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন প্রার্থীরা।অন্যদিকে ৪২ নং ওয়ার্ড সহ পূবাইলের বিভিন্ন স্থানে ডাকাতি চুরি বেড়ে যাওয়ায় অনেকে বলছেন আইনশৃঙ্খলার অবনতিতে এলাকাবাসীকে সংঘবদ্ধ করে বিভিন্ন স্থানে সিসি ক্যামেরার আওতাভুক্ত করবে।দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের জানমালের নিরাপত্তাকে অগ্রাধিকার দিবে বলে জানান আলহাজ্ব আব্দুল সালাম বিএ। আলহাজ্ব আব্দুস সালাম দিয়ে জানান ভুল ত্রুটি নিয়েই মানুষের বসবাস। মহামারী করোনাভাইরাস ও দু-দুবার মেয়র পরিবর্তনের ফলে কিছু কিছু উন্নয়ন ব্যাহত হয়েছে সেগুলো থেকে শিক্ষা নিয়ে এবার ২৫ শে মে নির্বাচনে জয়ী হলে ৪২ নং ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো করে দিব বলে প্রতিশ্রুতি দিচ্ছি।