ময়মনসিংহে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী
সুমন ভট্টাচার্য ময়মনসিংহ প্রতিনিধি
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালক-বালিকা (অনূর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে. এম খালিদ এমপি। মঙ্গলবার দুপুরে নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মোঃ এনামুল হক, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. এহতেশামুল আলম। এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারী, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ.কে.এম দেলোয়ার হোসেন মুকুল, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম শাহীন, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, ২ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমানসহ বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা ক্রীড়া অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ। সমাপনী খেলায় অংশগ্রহণ করেন ময়মনসিংহ, নেত্রোকোন, জামালপুর বালক-বালিকা ফুটবল দল। ময়মনসিংহ দল বালক ( অনূর্ধ্ব ১৭) নির্ধারিত সময়ে ৫-১ গোলে জামালপুর দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। অপরদিকে বালিকা ( অনূর্ধ্ব ১৭) নেত্রকোনা দল নির্ধারিত সময়ে ১-০ গোলে জামালপুর দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।