মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারগণের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে। অর্থনৈতিক শুমারি আগামী ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত পরিচালিত হবে।বৃহস্পতিবার (৫ডিসেম্বর) সকালে ৯টায় কিশোরগঞ্জ বহুমুখী মডেল হাই স্কুল হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্ভোধন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক।আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুম মিয়া,কিশোরগঞ্জ বহুমুখী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গোলাম আজম, সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,উপজেলা শুমারি সমন্বয়কারী মাসুম মিয়া,পরিসংখ্যান সহকারি এইচ.এম আরিফ,জোনাল অফিসার উজ্জল হোসাঈন,আখতারুজ্জামান প্রমূখ।