স্টাফ রিপোর্টার,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি নির্দেশনা মোতাবেক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদ ছাত্র জনতার স্মরণ সভায় স্থানীয় সাংবাদিকরা দাওয়াত পাননি। এ নিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মী ও সচেতন মহলে প্রশ্নের সৃষ্টি হয়। জানা যায়,বিগত ২৮ নভেম্বর( বৃহস্পতিবার) ঈদগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে বিগত অভ্যুত্থানে আহত ও শহীদ ছাত- জনতার স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা যোগদানের পর এই প্রথম উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কোন অনুষ্ঠানের আয়োজন হয়। উপজেলা কার্যালয় সংলগ্ন ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয় হল রুমে আয়োজিত এ স্মরণ সভায় সমশ্রেণি পেশার প্রতিনিধিরা আমন্ত্রণ পেলেও উপজেলার মূলধারা গণমাধ্যম কর্মীদের উপস্থিত দেখা যায়নি। অনেকের সাথে কথা হলে ক্ষোভের সাথে জানান,তারা দাওয়াত না পেলেও অভ্যুত্থান বিরোধী আওয়ামী চক্রদের সদস্যরা টিকই দাওয়াত পেয়েছে।গণমাধ্যম কর্মীরা নবাগত ইউএনও’র সময়ে পূর্বের ইউএনওর মত ভুমিকা আশা করেননি। তাদের প্রত্যাশা নবাগত ইউএনও বিমল চাকমা উপজেলাবাসীর জনকল্যাণে এবং জনবান্ধব হিসেবে নিজেকে সমশ্রেণি পেশার জনগণের জন্য নিজেকে নিবোদিত করবেন এবং উপজেলার উন্নয়নে ভুমিকা রাখবেন । ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন জানান, উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ এ সরকারি অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হয়নি। উপরোক্ত বিষয়ে ঈদগাঁও প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেফাইল উদ্দীনের নিকট জানতে চাইলে তিনি বলেন, উপজেলা প্রশাসন থেকে তার সংগঠন নিমন্ত্রণ পাননি। তবে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় গণমাধ্যমকর্মী ছাড়া অনেকেই উপস্থিত ছিল।উপরোক্ত বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি অনুষ্ঠানের কথা স্বীকার করে বলেন,তিনি সাংবাদিকদের আমন্ত্রণের চেষ্টা করেছন।