সুমন ভট্টাচার্য,স্টাফ রিপোর্টার.
ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে জড়িত ৫নং দেওখোলা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক এম এ হান্নান (৫০)’কে গ্রেফতার করেছে র্যাব-১৪।র্যাব-১৪ বলেন,গত ৪ আগস্ট ফুলবাড়িয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিলে নাশকতা চালানোর ঘটনায় ওমর ফারুক বাদী হয়ে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানায় একটি নাশকতামূলক মামলা দায়ের করেন।এরই প্রেক্ষিতে ২৮ অক্টোবর ২০২৪ ইং তারিখে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল ফুলবাড়িয়া থানাধীন দেওখোলা বাজারে অভিযান পরিচালনা করে এম এ হান্নানকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব আরো বলেছে,এ ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।