গরমের ঠেলায় আজ
বড়বেশি নাজেহাল,
আকাশের কি যে হলো
মেঘহীন বাজেহাল!
এই ধুত্ বিদ্যুৎ
করে শুধু ঠাট্টা,
কত আর সইবো
লাগে খুব খাট্টা!
গনগনে সূর্যের
খরতাপ সাগরে,
প্রাণীকূল অসহায়
ও বিবেক জাগোরে।
মেঘ চাই,হাওয়া চাই
আরো চাই স্বস্তি,
প্রাণ খুলে হাসুক না
দুখিদের বস্তি।