মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকল তরিকত পীর মাশায়েখ ও আহলে বায়াত এবং পাক পাঞ্জাতনের অনুসারী ও ভক্তৃবৃন্দের উদ্যোগে র্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ১৬ সেপ্টেম্বর সোৃবাট সকালে ভালুকা সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন বটটিলা মাজার প্রাঙ্গন হতে র্যালী বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাজারে গিয়ে সমাপ্ত করেন।এ সময় আশেকে রাসুল মনিরুল ইসলাম (মনির মেম্বার) সভাপতিত্বে আলোচনা অংশগ্রহণ করেন সৈয়দ মজিবুর রহমান চিশতী,মনির শাহ চিশতি,ফয়সাল বিন হাফিজ,শফিকুল আলম,সাইফুল ইসলাম ভান্ডারি সহ ভালুকার পীর মাশায়েখ ভক্ত বৃন্দ।