ইটনা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনায় ছিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুর রহমান মাসুমের পদত্যাগ ও অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালনসহ স্মারকলিপি প্রদান করেছে।
বুধবার (২৮ আগষ্ট) সকালে ইটনা উপজেলার এলংজুড়ী ইউনিয়নের ছিলনী গ্রামে বিপুল সংখ্যক ছাত্র-জনতার অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল”মাসুম মাষ্টারের পদত্যাগ এবং অপসারনের করতে হবে করতে হবে” রাজনীতিবিদ শিক্ষকের অপসারণ দাবি করে” শ্লোগানে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে সমবেত হয়।
এ সময় আন্দোলনকারীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম তপন ঠাকুর কে সহকারী শিক্ষক মাসুমের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে অবহিত করেন।আন্দোলনকারীরা বলেন তিনি এই বিদ্যালয়ের যোগদান করার পর থেকে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে যান।দলীয় বিভিন্ন সভা সমাবেশে স্কুল ফাঁকি দিয়ে স্বশরীরে উপস্থিত থেকে দলীয় প্রভাব খাটিয়ে শান্তি প্রিয় ছিলনী গ্রামবাসীকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করে হামলা মামলা করিয়ে সর্বশান্ত করেছেন।
আওয়ামীলীগের দলীয় রাজনীতির প্রভাবে বিদ্যালয়ের পুরাতন আসবাবপত্র বিক্রি করে সমুদয় অর্থ আত্মসাত করেছেন বলেও অভিযোগ রয়েছে।এ ব্যাপারে ২০২২ সালে উপজেলা শিক্ষা অফিসার বরাবরে একটি অভিযোগ দেওয়া হয়েছিল।এ সময় উপস্থিত ইমতিয়াজ আহমেদ এপল,তাজিল মিয়া,মুজিবুর মিয়া,কাজল মিয়া,বেলায়েত মিয়া,জনিক মিয়া,সমন্বয়ক আফজাল হোসেন শান্ত প্রমুখ।
ছিলনী গ্রামের নিরপেক্ষ কয়েকজন মুরুব্বি নাম প্রকাশে অনিচ্ছুক জানান,তার অহংকার আর রাজনীতির কারণে গ্রামের অনেক নিরীহ মানুষ বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়েছে।অনেককে মিথ্যা মামলায় জড়িয়েছে।তবুও আমাদের গ্রামের সন্তান হিসেবে চাকুরী চলে যাক এটা আমরা চাইনা।এখানে চাকুরী করুক এটাও চাই না। সার্বিক শান্তুি শৃঙ্খলা রক্ষায় অনতি বিলম্বে দূরে কোথাও বদলী করা হওক।এতে গ্রামের শান্তিও থাকবে ওর চাকুরীও থাকবে বলে দাবি তাদের।
পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।স্মারকলিপি গ্রহণ করে শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম বলেন এ ব্যাপারে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আগামী ১ সপ্তাহের মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।