স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন করেছেন হাজী কেরামত আলী ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রী সহ স্থানীয় জনগণ।দ্বিপ অঞ্চল চরবিশ্বাস ইউনিয়নে সকাল ১১টার দিকে হাজী কেরামত আলী ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে ভারপ্রাপ্ত সাবেক অধ্যাক্ষ জাহিদুল ইসলাম লিটন সহ অধ্যাপক মোঃ বাবুল আখতার ও অধ্যাপক এনামুল হকের অপসারণের দাবিতে এ মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে কলেজের অধ্যাক্ষ ও দুই অধ্যাপক বিগত ৬ বছরে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ,নিয়োগ বাণিজ্য,দূর্নীতি, কুকর্ম,আওয়ামী লীগের অপরাজনীতির ফয়দা কাজে লাগিয়ে কলেজের নৈতিক কাঠামো ধ্বংসকরা এবং তাদের দুঃশাসনের বিচার তুলে ধরে সেচ্ছায় অপশনের দাবি জানানো হয়।এদের অপশন না হলে শিক্ষার্থীরা ও স্থানীয় জনগণ লাগাতার কর্মসূচি অব্যাহতো রাখবেন।