মােঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি.
দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।স্বেরাচার হাসিনা সরকারের পতনের পর দেশব্যাপি ভাংচুর,লুটপাট নৈরাজ্যসহ বিভিন্ন সন্ত্রাসি কর্মকান্ডের কারণে সারা দেশের ন্যায় দিনাজপুরে জনগণের বাড়ীঘর ও জানমালের নিরাপত্তাকল্পে আউলিয়াপুর বিএনপির উদ্যোগে এই
জরুরী সভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (৮ আগষ্ট ২০২৪) বিকেলে চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জর হোসেস দুলাল।প্রধান অতিথির বক্তব্যে বর্তমান পরিস্থিতিতে এ্যাভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন,সবাইকে ধৈর্য ধরার আহবান জানিয়ে বলেন,কেউ যেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়কে নস্যাৎ করতে না পারে এ ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সংখ্যালুঘু সম্প্রদায়ের মানুষের বাড়ী নিরাপদ রাখতে পাহাড়া দেয়ার আহবান জানান তিনি।সভায় অন্যান্য বক্তারা নাশকতা ও ধ্বংসাত্বক কার্যকরাপ থেকে সকলকে বিরত থাকার আহবান জানান।আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান ফজলু’র সঞ্চালনায় জরুরি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু আনোয়ার সাদাত সাগর, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আনিসুর রহমান,জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরিজার রহমান তপু,বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম,শহিদুল ইসলাম, বিএনপি নেতা আসাদুজ্জামান ভুট্টো,ওয়ার্ড বিএনপি নেতা সাদেকুল ইসলাম,মোঃ বিপ্লব বাবু,মোঃ জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক বেলার হোসেন,জাইফুল ইসলাম, রাশেদুজ্জামান রুপন, মোঃ সারোয়ার হোসেন,মোঃ আব্দুল মতিন,মোঃ আখতার হোসেন, সোহান আহমেদ এলিন প্রমূখ।সভায় ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গসহযোগি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।সবশেষে দেশের সার্বিক কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।