রাজশাহীর বাঘায় উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনে উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৪ শুরু হয়েছে।সোমবার (১৫ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী খেলায় গড়গড়ি ইউনিয়ন একাদশ ১-০ গোলে বাউসা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে।এর আগে, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শামসুল ইসলাম,অধ্যক্ষ নসিম উদ্দিন,মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওবায়েদ সাদিক কবির,বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান,বাঘা প্রেসক্লাবে সভাপতি আব্দুল লতিফ মিয়া, সাধারণ সম্পাদক নুরুজ্জামান,বাঘা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম ইসলাম দিলদার প্রমুখ।খেলা পরিচালনা করেন জাফর ইকবাল,আবু হানিফ ও রানা।খেলার ধারাভাষ্য বিবরণী প্রচারে ছিলেন বিপ্লব কুমার রায় ও হানিফ মিয়া।