আর মাত্র ২ দিন পরেই আগামী ২৯ শে মে ২০২৪ ইং রোজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন।এবারের উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ ছাড়া অন্য কোন দলের প্রার্থী না থাকলে ও সরকারি দলের রয়েছেন প্রভাবশালী তিনজন চেয়ারম্যান প্রার্থী।এর মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী এলিন ফুড এর পরিচালক “গোলাম শরীফ চৌধুরী পিপুল “প্রতিক আনারস, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। (প্রতিক-দোয়াত কলম) এবং ওবায়দুল কাদেরের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন দাদা ভাই (প্রতিক-টেলিফোন)।আমেরিকা প্রবাসী ওমর আলী রাজ প্রতিক মোটরসাইকেল কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের প্রায় বেশিরভাগ নেতা,মেম্বার চেয়ারম্যান ছাত্রলীগ,যুবলীগ, সরাসরি ভোট করছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার সম্মানিত মেয়রের পছন্দের প্রার্থী গোলাম শরীফ চৌধুরী পিপুলের পক্ষে। প্রচার প্রচারনায় পিপুল চৌধুরী অনেক টা এগিয়ে থাকলে ও মিজানুর রহমান বাদল ও শাহাদাত হোসেনের ও প্রচারণা এখন সরব আছেন।তারা ও দিন রাত প্রচার-প্রচারনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।প্রচার প্রচারণায় পিছয়ে নেই মোটর সাইকেল প্রতিক ওমর আলী রাজ,যেহেতু সবাই সরকার দলীয় এবং প্রভাবশালী নেতা তাই এবার লড়াই হচ্ছে ত্রিমুখী।জনগন চাই,যাকে সব সময় কাছে পাবে,সুখে-দুঃখে বিপদে আপদে সব সময় পাশে পাবে,সবার প্রতি যিনি নমনীয় আচরন করেন,যিনি উপজেলার শান্তিশৃঙ্খলা রক্ষায় কাজ করতে পারবেন, বর্তমানে সামাজিক অস্থিরতায় উঠতি বয়সী কিশোর গ্যাংদের প্রশ্রয় দিবেন না,মদ জুয়া নারী কেলেঙ্কারি মুক্ত থাকবে সকল প্রকার অনিয়ম নিয়ন্ত্রন করতে পারবেন তাকেই সাধারণ জনগন ভোট দিবে।জনগন উন্নয়নের চেয়ে বর্তমানে শান্তি শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা বেশি প্রয়োজন মনে করে।তাই সামাজিক অস্থিরতা ও শান্তি শৃঙ্খলা নিয়ে জনগন বেশি উদীগ্ন।ভোটের মাঠে এগুলোর প্রতি জোর দিতে হবে।