মোঃ নজরুল ইসলাম কটিয়াদী (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কটিয়াদী বাজারের পূর্ব পাড়ায় অবস্থিত ফার্নিচার মার্কেটের একটি ফার্নিচার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এতে প্রায় অর্ধকোটি টাকার মালামাল সম্পূর্ণরূপে পুড়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান,গত রাত ১২ টার পর তারা আগুনের শিখা দেখতে পান,মুহূর্তেই আগুনের শিখা ভয়ংকর রূপ ধারণ করতে থাকে।পরে মালিক এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।রাত ১:৩০ টায় কটিয়াদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিভানোর চেষ্টা করতে থাকে,পরিস্থিতি প্রতিকূল দেখে বাজিতপুর ফায়ার সার্ভিস কে খবর দেওয়া হয়।দুটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।ততক্ষণে সকল মালাপাল পুড়ে যায়।ফ্যাক্টরি স্বত্বাধিকারী কটিয়াদী পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মানিক সূত্রধর জানান, তৈরি খাট,সোফা,শোকেস,শুকনো কাঠ এবং মেশিনারিজ সহ ৫০ থেকে ৬০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।তবে মানিক সূত্রধর বলছেন পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হতে পারে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com