ফরিদ মিয়া-নান্দাইল ময়মনসিংহঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মেরাকোনা গ্রামে পেশাগত কাজে গেলে অসহায় হিরন মিয়া তার পঙ্গু ছেলে আল মামুন (০৬) এর জন্য একটি হুইল চেয়ারের আবেদন জানায় নান্দাইল প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ফরিদ মিয়ার কাছে।ফরিদ মিয়ার ফেসবুক আইডিতে হুইল চেয়ারের আবেদনের একটি ফেইসবুক পোস্টে মোঃ রিমন মিয়া কমেন্টে হুইল চেয়ার ব্যবস্হার আশ্বস্থ করেছিলো।পরে তার মেসেঞ্জারে হুইল চেয়ারের আবেদন জানালে রিমন মিয়া সাংবাদিক ফরিদের মাধ্যমে একটি উন্নতমানের হুইল চেয়ারের ব্যবস্থা করেন।মোঃরিমন মিয়া নান্দাইল ইউনিয়ন ঝালুয়া গ্রামের তরুন সমাজসেবক।আজ ২২ ডিসেম্বর রবিবার একটি হুইল চেয়ার হস্তান্তর করেন।এসময় উপস্থিত ছিলেন নান্দাইল ইউনিয়নের তরুন সমাজসেবক মো রিমন মিয়া,নান্দাইল প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ফরিদ মিয়া,যুব নেতা আনিসুর রহমান,মোমিন মর্তুজা।উল্লেখ্য,ইতি পূর্বে নান্দাইল প্রেসক্লাবের ব্যবস্থাপনায় আরও ৪টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com