মোঃ মিজানুর রহমান,
কিশোরগঞ্জে শীত ও ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ।ঘন ঘন কুয়াশার কারণে রাস্তায় দিনে বেলায় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে দেখা যায়।শীত ও ঘন কুয়াশার কারণে শ্রমজীবী মানুষগুলো কাজে যোগদান করতে না পেরে পরিবার পরিজন নিয়ে বেকায়দায়।বিশেষ করে শহর ও গ্রামাঞ্চলে রিকশা ও অটোরিক্সা চালকরা কুয়াশার কারণে রিক্সা নিয়ে বের হতে পারেনি।গত শনিবার দুপুরে কিছু সময়ের জন্য সূর্য্যরে আলো দেখা গেলেও বিকেল থেকে ঘন কুয়াশা ও তীব্র শীত অনুভূত হচ্ছে।আজ কিশোরগঞ্জ আবহাওয়া অফিস সূত্রে জানা যায়,কিশোরগঞ্জে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রী সেলসিয়াস।আবহাওয়া কর্মকর্তা জাহিদুল ইসলাম মাসুম জানান, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় আজ আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনের তাপমাত্রা একটু বেশি।আগামী ২/৩ দিন পরে তাপমাত্রা কমতে থাকবে।