মোঃ আলাল উদ্দিন,ভৈরব প্রতিনিধি।
ভৈরবে ইনোভা সিকিউরিটিজ লিঃ ভৈরব শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।সকাল ১১টায় ভৈরব বাজারের জামান মার্কেটের ২য় তলায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে ফিতা কেটে ভৈরব বাঞ্চের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের অন্যতম সদস্য,মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক, ভৈরবের কৃতি সন্তান ড. মোহম্মদ হেলাল উদ্দিন।এ উপলক্ষে দোয়া মাহফিল ও বিনিয়োগ শিক্ষা অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইনোভা সিকিউরিটিজ লিঃ এর পরিচালক ও উদ্যোক্তা মুহাম্মদ ছামিউজ্জামান সুমনের সার্বিক পরিচালনা ও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মাঝে আলোচনায় অংশ নেন,অনুষ্ঠানের বিশেষ অতিথি,অর্থসূচকের সম্পাদক ভৈরবের কৃতি সন্তান জিয়াউর রহমান,ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম,ভৈরব পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফখরুল আলম আক্কাস, ভৈরব সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য,মোঃ সিরাজুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা মোঃ শাজাহান,বিএন পি নেতা মোঃ জিল্লুর রহমান,মেঘনা লাইব্রেবীর স্বত্ত্বাধীকারী মোঃ আসাদুজ্জামান রিপন, নিসচার সাবেক সহ-সভাপতি, মনিরুজ্জামান ময়না,ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ সোহেলুর রহমান,নিরাপদ সড়ক চাই (নিসচা)ভৈরব শাখার সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন,ভৈরব রেলওয়ে স্টেশনের অবসর প্রাপ্ত বুকিং ক্লার্ক কিশোর নারায়ন চৌধুরী,দৈনিক সমকাল ভৈরব প্রতিনিধি শিক্ষক,মোঃ নজরুল ইসলাম রিপন,আয়কর উপদেষ্টা এডভোকেট মশিউর রহমান,ভৈরব ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আক্রাম হোসেন চৌধুরী, ভৈরব মডেল স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন,ব্যাংকার মোঃ হাফিজুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী বিনিয়োগকারী মোঃ রফিকুল ইসলাম ও প্রতিষ্ঠানটির কর্মকর্তা মোঃ আহসানউদ্দিন সুমন।অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন ও অর্থসূচক সম্পাদক মোঃ জিয়াউর রহমান শেয়ারবাজারের বর্তমান ও পূর্বের হালচাল পুঙ্খানুপুঙ্খভাবে সকলের সামনে তুলে ধরেন।এবং উপস্থিত বিভিন্ন বিনিয়োগকারীদের শেয়ার আজার বিষয়ে নানাবিধ প্রশ্নের উত্তর দেন।অনুষ্ঠানে ভৈরবের বিভিন্ন ব্যবসায়ী,শিক্ষক,সাংবাদিক,ব্যাংকার্স সহ নানা শ্রেনী পেশার মানুষজন উপস্থিত ছিলেন