কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার বেথইর মহল্লায় ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে বিদ্যুতের খুঁটি থেকে ৩টি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি হয়েছে।এতে সেচ চলতি বোরো মৌসুম ও সবজি চাষে অনিশ্চিত হয়ে পড়েছে।সেচ পাম্পের তত্ত্বাবধানকারী নুরল ইসলাম সংগ্রাম ও আব্দুল মালেক জানান,বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত ট্রান্সমিটার ছিলো।পরদিন শুক্রবার সকালে গিয়ে দেখি ট্রান্সমিটার তিনটির বক্স রেখে ভিতরের সব মেশিনারি কয়েল চুরি হয়ে গেছে।এ বিষয়ে কটিয়াদী জোনাল অফিসে জানানো হলে লাইনম্যান সুমন বিশ্বাস চুরি হওয়া বিষয়টি নিশ্চিত করে বলেন,প্রতিটি ১০ কেভি করে তিনটি ৩০ কেভির ট্রান্সমিটার চুরি হয়েছে। যার বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা।কটিয়াদ জোনাল অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) শাহরিয়ার সৌরভ তন্ময় জানান, চুরি বিষয়টি তিনি লাইনম্যান দ্বারা নিশ্চিত হয়ে থানায় অভিযোগ দায়ের করবেন।কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ট্রান্সমিটার চুরি বিষয়টি এখনো কেউ জানায়নি।অভিযোগ দায়ের করলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা দেন।