গলাচিপায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠি।
শ্রীঃ মিশুক চন্দ্র ভুঁইয়া, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর জেলা গলাচিপা উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার জমকালো আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় গলাচিপা সদর ইউনিয়ন একাদশ আমখোলা ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শনিবার (১২ নভেম্বর) বিকাল ৪ টায় গলাচিপা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন। এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আলী আশরাফ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাড. মো. হারুন উর রশীদ, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সাহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম,
জেলা ক্রীড়া অফিসার মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মো. মোর্শেদ তোহা, গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন প্রমুখ। এছাড়া সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সূধিজন, রাজনৈতিক নেতা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। সমাপনী খেলায় এসময় হাজারো দর্শক মাঠে ভির করে খেলা উপভোগ করেন। খেলায় গলাচিপা সদর ইউনিয়নের হয়ে একমাত্র গোলটি করেন মো. আবদুর রহিম। রেফারির দ্বায়িত্ব পালন করেন মো. মাঈনুল ইসলাম। খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. কামাল হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com