মোঃ আলাল উদ্দিন,ভৈরব প্রতিনিধি।
বাংলাদেশ কৃষি ব্যাংক ভৈবর বাজার শাখার আয়োজনে আজ ১৯ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ বৃহস্পতিবার সকাল ১১টায় ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ী আদর্শ বাজার প্রাঙ্গনে প্রকাশ্যে কৃষি ঋন বিতরন ও আদায়ের মহাক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ কৃষি ব্যাংক ভৈরব বাজার শাখার ব্যবস্থাপক ও ব্যাংকার্স এসোসিয়েশন অব ভৈরবের সভাপতি মোঃ হাবিবুর রহমানের সার্বিক পরিচালনায় উপজেলা কৃষিঋন বিতরন কর্মসূচির সভাপতি ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ ফাতেহ খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভৈরব উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালাউদ্দিন কাউছার,গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.এস শাহরিয়ার, বাংলাদেশ কৃষিব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্য্যালয়ের উপ-মহাব্যবস্থাপক’ মাহমুদুল আলম চৌধুরী, কিশোরগঞ্জ মুখ্য আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ শরিফুল ইসলাম, কিশোরগঞ্জের আঞ্চলিক নিরীক্ষা কর্মকতা টিটু চক্রবর্তী।অনুষ্ঠানে ৮ জন নারী উদ্দ্যোক্তা ও ৪০ জন কৃষকের মাঝে প্রকাশ্যে ৫০ লক্ষ টাকাঋণ বিতরণ করা হয়।এছাড়াও ২৫০ জন কৃষকের কাছ থেকে কোটি টাকা ঋন আদায় করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তা ও অনুষ্ঠানের সঞ্চালক মাজহারুল ইসলাম।অনুষ্ঠানে গজারিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় দুশতাধিক নারী পুরুষ কৃষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।