ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার বাবু অরুন কৃষ্ণ পালকে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নান্দাইল প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি মো. এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার বাবু অরুন কৃষ্ণ পাল প্রধান অতিথি, সহকারী কমিশনা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়জুর রহমান,নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান,লেখক ও কলামিস্ট আতাউর রহমান বাচ্চু,বইপড়া আন্দোলন নান্দাইলের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম,সাংবাদিক রমজান আলী, ফরিদ মিয়া,আজিজুল হক, এহতেশামউল হক শাহিন, খন্দকার সুফি আব্দুল্লাহ ও ডা: মনজুরুল হক, আমিনুল ইসলাম খায়েস প্রমুখ।উপজেলা নির্বাহী অফিসার প্রেসক্লাবে পৌছিলে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।এছাড়া সাংবাদিক নেতৃবৃন্দ প্রেসক্লাব মনোগ্রাম সম্ভলিত উত্তরিয় ও কোর্ট পিন পড়িয়ে বরণ করেন।নির্বাহী অফিসার বলে,নান্দাইল প্রেসক্লাব ৪১ বছরের একটি পুরানো ঐহিত্যবাহী সংগঠন।তিনি সাংবাদিকদের নান্দাইলে উন্নয়ন ও কল্যাণে কাজ করার আহবান জানান।পরে তিনি ক্লাবের পরিদর্শন বহিতে মন্তব্য লিখেন ও সম্মিলিক ফটো সেশনে যোগদান করেন।উল্লেখ্য,তিনি নান্দাইল থেকে সরিষাবাড়ী উপজেলা নিবাহী অফিসার হিসাবে বদলী হয়েছেন।আজ ১৭ ডিসেম্বর নান্দাইলে তাঁর শেষ কর্মদিবস।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com