গত ১৬ ডিসেম্বরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আবু সাঈদকে নিয়ে কটুক্তি করে বক্তব্য দেয়ার প্রতিবাদে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী।বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২ টায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন থেকে কটুক্তিকারী বক্তা বিতর্কিত মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়াকে ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতার ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খানকে প্রত্যাহারের দাবি জানানো হয়।অন্যথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ শাখার অন্যতম সমন্বয়ক ইকরাম হোসেন, অভি চৌধুরী, শেখ মুদ্দাসসির তুশি,শহিদ তরিকুল ইসলাম রুবেলের বড় ভাই জুয়েল আহমেদ,আফসানা আক্তার মীম।