আবদুল আউয়াল-নোয়াখালী প্রতিনিধিঃ
গত কাল রাত গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন রিয়াদ (৩৫ এসটি ব্যাটালিয়ন) এর নেতৃত্বে ১৬/১২/২০২৪খ্রি. রাত ০১:০০ ঘটিকায় সেনবাগ থানাধীন ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন এর সাবেক সেনবাগ উপজেলা ছাত্রলীগের সভাপতি পলাতক চেয়ারম্যান ফিরোজ আলম রিগানের বাড়িতে সেনাবাহিনী ও পুলিশ একটি যৌথ অপারেশন শুরু করেন। তখন বাসার কোন লোকজন উপস্থিত ছিল না। প্রায় ১ ঘন্টার বেশি সময় খোঁজাখুঁজির একপর্যায়ে তার বসতঘরের সামনে রাখা বিভিন্ন প্লাস্টিকের বস্তার ভিতর একটি পরিত্যক্ত প্লাস্টিকের বস্তার মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি ৭.৬৫ মি.মি. পিস্তল (বিদেশী) পাওয়া যায়। উপস্থিত সাক্ষীদের সামনে এসআই জাকির হোসেন উদ্ধারকৃত অস্ত্রটি মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় কোন ব্যক্তিকে আটক করা হয়নি। পরিত্যক্ত অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।