আজ মহান বিজয় দিবস।বিজয়ের ৫৪তম বছর।বিজয় দিবস বাংলাদেশের বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়।প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়।আজ রবিবার (১৬ই ডিসেম্বর) ২০২৪ খ্রীঃ বীর শহীদদের স্মরণে ও তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মাহবুবূল আলম নজরুলের নেতৃত্বে সকাল ৮ ঘটিকায় কিশোরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার (গুরুদয়াল সরকারি কলেজ মাঠ) প্রাঙ্গনে পূষ্পক অর্পন করা হয়।এই সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসূদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আসাউজ্জামান জুয়েল,সহ সভাপতি আল আজহার,সদস্য আজিজুল হক ফাহিম,সোহেল রানা প্রমুখ।এছাড়া আরো উপস্থিত ছিলেন,কালের নতুন সংবাদের সম্পাদক খায়রুল ইসলাম,এডাব এর নির্বাহী পরিচালক মিজানুর রহমান রিপন,স্বদেশ বিচিত্রার জেলা প্রতিনিধি এফ এম আব্বাস উদ্দিন,শতাব্দীর কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্ট আকবর আলী সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।