আজ ১৬ ডিসেম্বর সোমবার ৫৪ তম মহান বিজয় দিবস।বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে অহংকার ও বীরত্বের গৌরবময় দিন।পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের আত্নপ্রকাশের দিন। রক্তক্ষয়ী
মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় মহান বিজয় দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন
উপলক্ষে দৈনিক নওরোজ হোসেনপুর উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফসল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) হোসেনপুর উপজেলা শাখার পক্ষ থেকে আজ সকাল
০8 :৩০ মিনিটে (কুড়ি ঘাট মোড় কেন্দ্রীয় শহীগ মিনার চত্বর) মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন বাংলাদেশ মফসল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) হোসেনপুর উপজেলা শাখার সভাপতি এস কে শাহিন নবাব, আরও উপস্থিত ছিলেন দৈনিক জনাতার শক্তির বিশেষ প্রতিনিধি মোঃ আল মামুন, কালের নতুন সংবাদের প্রতিনিধ একেএম মিজানুর
রহমান,কালের নতুন সংবাদের শ্রীপুর উপজেলা প্রতিনিধি এনামুল হক,এসকে বাংলা টিভির বিশেষ প্রতিনিধি মাখন মিয়া,দৈনিক চিত্র প্রতিনিধি শামছুল আলম জামান,দৈনিক জনতার শক্তির প্রতিনিধ জহিরুল ইসলাম রতন এবং মোঃ ফরিম মিয়া মানবাধিকার কর্মী এসকে টিভির বিশেষ প্রতিনিধি নূরুজ্জামান আরও সংশ্লিষ্ট বিএমইউজের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।