কিশোরগঞ্জে তাড়াইলে ১৬ ডিসেম্বর ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।বিজয় শব্দটি মাত্র তিনটি অক্ষর। কিন্তু অনেক রক্তর বিনিময়ে অর্জিত হয়েছে মহান বিজয়। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।এতে লক্ষ্য করা গেছে,দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন তাড়াইল কিশোরগঞ্জ কর্তৃক দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।সূর্য উদয়ের সাথে সাথে,তাড়াইল থানা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল ৮ টায় তাড়াইল উপজেলা কোর্ট বিল্ডিং প্রাঙ্গন শহীদ মিনারে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিকীর নেতৃত্বে পুষ্পক অর্পণ করা হয়। এই সময় আরো উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা ভূমি অফিস কর্মকর্তা মোহাম্মদ তৌফিক রহমান, তাড়াইল থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান, সরকারি কর্মচারী বৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই এবং জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা ইউনিট এর মিডিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও মুক্ত আকাশে কবুতর এবং বেলুন উড়িয়ে মহান বিজয় দিবস অনুষ্ঠানটিকে প্রাণবন্ধন করে তুলেন।এছাড়া অনুষ্ঠানটিকে জাঁকজমক করে তোলার জন্য,দিনব্যাপী বিজয় মেলা চারু-কারু ও স্থানীয়ভাবে শিল্প পণ্যের আয়োজন করা হয়েছে।বেলা ১ টায় বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।এবং বিকাল ৩ টায় প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির পরিসম্মতি ঘটে।