৫৪ তম মহান বিজয় দিবস ২০২৪ খ্রিঃ উপলক্ষে দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কটিয়াদী উপজেলা শাখার সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ।তিনি বলেন,মহান বিজয় দিবস উপলক্ষে আমি দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা জানাই। সুখ, শান্তি,সমৃদ্ধি ও কল্যাণে ভরে উঠুক আমাদের জীবন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেসব নির্ভিক বীর শহীদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছি।আমি স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি।পরাধীনতার হাত থেকে দেশের বিজয় অর্জনে যেসব মা-বোন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন,তাদের জানাই সশ্রদ্ধ সালাম।ক্ষমতা জবর দখলকারীরা জনগণের ওপর নৃশংস আক্রমণ চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করে।পরিস্থিতি ভয়ঙ্কর নৈরাজ্যময় হয়ে ওঠে।ওদের হাত থেকে প্রিয় মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে বিপদমুক্ত করতে মহান বিজয় দিবসের প্রেরণায় বলিয়ান হয়ে আমাদের জাতীয় ঐক্য গড়ে ওঠে এবং ‘২৪ এর ছাত্র-জনতার মৃত্তিকা-কাঁপানো আন্দোলনে পরাজিত হয় আওয়ামী ফ্যাসিবাদ।সর্বশেষে তিনি বলেন,দেশে আবারো স্বাধীনতা-সার্বভৌমত্বের সুরক্ষা ও শক্তিশালী গণতন্ত্রের পুনরুজ্জীবনের প্রত্যাশা করি।