নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের মোড়াগালা গ্রামের মৃত আবদুল হেকিমের পুত্র মোঃ তাজুল ইসলামকে গত ১০ ডিসেম্বর সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের আবদুল হেলিম,রিয়াজ,লিটন,রাবিয়া খাতুন,আসমা আক্তার,চামেলী সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে তাজুল ইসলামকে মারাত্মকভাবে আহত করে।একই সময়ে তাজুল ইসলামের নিকট জমি বিক্রয়ের নগদ ১ লাখ ৫২ হাজার টাকা শপিং ব্যাগে রক্ষিত অবস্থায় জোর পূর্বক রিয়াজ ছিনতাই করে নিয়ে যায়।স্থানীয় জনগন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নান্দাইল হাসপাতালে ভর্তি করে। বিবাদীরা পরস্পর একই বংশীয় লোক।জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে এই হামলা সংগঠিত হয়।হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে নান্দাইল মডেল থানায় মোঃ আবদুল হেলিম সহ বারপাড়া গ্রামের ৬জনকে বিবাদী করে একটি এজাহার দায়ের করা হয়েছে।নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ জানান,মারামারি ও ছিনতাই ঘটনার একটি অভিযোগ পাওয়া গেছে।তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।