এম আবু হেনা সাগর,ঈদগাঁও
“বিজয়ের দ্যাুতিতে জাগে প্রাণ,বৈষম্য রুধিতে করি জীবন দান”শ্লোগানকে সামনে রেখে এবার ঈদগাঁওতে বণাঢ্য পরিসরে উদ্বোধন হলো মহান বিজয় মেলা। ১৫ই ডিসেম্বর (রবিবার) দুপুর ১২ টায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত উৎসাহ আর উদ্দীপনামুখর পরিবেশে দুদিন ব্যাপী বিজয় মেলা আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।দীর্ঘদিন পর ঈদগাঁওতে বিজয় মেলা হওয়ায় উৎফুল্ল হয়ে পড়েন নানান শ্রেনীপেশার লোকজনসহ উপজেলাবাসী।ঈদগাহ হাইস্কুলের সহকারী শিক্ষক মোজাম্মেল হকের পরিচালনায় মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা।উপস্থিত ছিলেন,ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকতা মসিউর রহমান,নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির,সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া,জেলা বিএনপি সহ সভাপতি এম মমতাজুল ইসলাম,ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত,জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন,জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি,ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাও: দেলোয়ার হোসাইন ও উপজেলা স্কাউট সম্পাদক আবদুল মজিদ খাঁনসহ অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে কোরান তেলোয়াত করেন- হাফেজ মো: বজলুর রহমান,গীতা পাঠ করেন অর্ণব পাল। স্থানীয় নেতৃবৃন্দ ও স্কাউটের সদস্যরা অংশ নেন। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় এ বিজয় মেলা।