কিশোরগঞ্জের কটিয়াদী রির্পোটাস ইউনিটির সদস্য ও দৈনিক ভোরের আকাশ পএিকার কটিয়াদী প্রতিনিধি মিয়া মোহাম্নদ ছিদ্দিক ১২ ডিসেম্বর বৃহস্পতিবার।দুপুর ১,৩০ ঘটিকার দিকে জালালপুর নদীর বাঁধ বাড়ি যাওয়ার পথে এলোপাতাড়ি বেপরোয়া অটোরিকশার চাপায় সাংবাদিক মিয়া মোহাম্মদ ছিদ্দিক আহত। কটিয়াদী সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে তার নিজ বাড়িতে আছে। তার আর্থিক অবস্হা বেশী ভালো না থাকায় তার চিকিৎসা ও সার্বিক সহায়তায় এগিয়ে আসার সকল শ্রেনী পেশার মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন তার পরিবারের পক্ষ থেকে। সে সাথে আল্লাহ তাকে দ্রুত সুস্থ দান করুন।দোয়ার আবেদন।সহযোগিতা বা যোগাযোগ
করুন এ নাম্বারে 01718270738
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com