মোঃ মিজানুর রহমান,বার্তা সম্পাদক
কিশোরগঞ্জে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। ১ লা ডিসেম্বর রবিবার বিকেলে কিশোরগন্জ জেলা শহরস্থ খরমপট্রিতে অবস্থিত আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজে অত্র স্কুল এন্ড কলেজেের নির্বাহী পরিচালক মোঃশফিউল আলমের সঞ্চালনায় প্রিন্সিপাল মোঃ মাহফুজুল হকের সভাপতিত্বে এক প্রাণবন্ত ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম (রিটন),বিতর্ক প্রতিযোগীয় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজেের নির্বাহী পরিচালক ও পাকুন্দিয়ার পুলেরঘাট পিজি মেডিক্যাল সেন্টারের ডেন্টাল সার্জন ডা.জিয়া উদ্দিন টিটু।