বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহ শহরের আলিয়া মাদ্রাসা রোড পালপাড়া এলাকায় কুখ্যাত মাদক কারবারি কথিত রুমা ও মেয়ের জামাই জহিরুলের দীর্ঘ ১৫ বছরের মাদক ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও, এখনো কোন ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন।একাধিক মাদক মামলার আসামী ও বারো মাসী শীর্ষ মাদক ব্যবসায়ী রুমা,জহিরুল গংদের বিভিন্ন সংস্থার অভিযানের খবর আগাম পৌছে যাওয়ার কারনে এদের কাউকে সচারচর গ্রেফতার করতে পারেনা কোন সংস্থা। শর্ষেতে ভুত থাকার কারনে বরাবরই বিভিন্ন সংস্থার অভিযান ব্যর্থ হয়। এই স্পটেও ঠিক তাই।সরেজমিনে জানা গেছে,শহরের ১৯ নং ওয়ার্ডে,পালপাড়া এলাকায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্হাপনায় ,মাদকের অভয়ারণ্য গড়ে উঠেছে।স্হানীয়রা জানান,বছরের পর বছর মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে, কথিত নারী মাদক কারবারী রুমা এবং তার মেয়ের জামাই জহিরুল,এবং জহিরুলের ছেলে জাহিদ। তারা খুব ই দুর্ন্দর প্রকৃতির লোক। জানা গেছে, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কতিপয় সদস্যদের মেনেজ করে দীর্ঘদিন ধরে চলছে তাদের মাদক ব্যবসা! তারা বিভিন্ন মাদকের প্রডাক্ট বিক্রি করে থাকে খুবই কৌশলে। কথিত রুমা বিক্রি করছে সর্বনাশা ইয়াবা এবং তার মেয়ের জামাই জহিরুল এবং জহিরুল এর ছেলে জাহিদ বিক্রি করছে গাঁজা! তারা অত্যন্ত দুরন্দর খুব ই কৌশলে দৈনিক খুচরা ও পায়কারী গাঁজার পেকেট সাপ্লাই দেন এসব মাদক ব্যবসায়ীরা। নিজ ঘরের বারান্দায় বসে এসব লক্ষ লক্ষ টাকার গাজা যুবসমাজের কাছে সাপ্লাই দেন মাদক ব্যবসায়ীরা।জানা গেছে,গাঁজার এসব পেকেট জহিরুল তার ঘরের ভিতর না রেখে বাড়ির আঙিনায় বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখে। জহিরুলের বাসার পাশে রিপনের রান্নাঘর ও বাথরুমের নিচে ড্রয়ার সিস্টেম করে, এসব মাদক লুকিয়ে রাখা হয়। পাশের বাসার সুমার বাসাতেও টাকার বিনিময়ে এসব মাদক লুকিয়ে রাখেন জহিরুল।তার দীর্ঘদিনের মাদক ব্যবসার খবর এলাকায় জনশ্রুতি রয়েছে। কয়দিন পর পর প্রশাসনের বিভিন্ন দপ্তরের লোক আসতে দেখা গেলেও, রহস্যজনক কারণে মাদক কারবারি গ্রেফতার হতে দেখা যায় না অথবা গ্রেফতার হলেও থানা পর্যন্ত,বা ডিবি অফিস পর্যন্ত, কিছুক্ষণ পর ফিরে এসেছে মাদক কারবারী জহিরুল,এমনও ঘটনা রয়েছে বলে অভিযোগ রয়েছে। এদিকে রাতের বেলায় ইয়াবা সাপ্লাই দেন জহিরুলের শাশুরী রুমা।খুব ই কৌশলে রাতে সিন্ডিকেট সদস্যদের ইয়াবা সাপ্লাই দেন রুমা। রুমা নিজেকে পুলিশের সোর্স বলে এলাকায় পরিচয় দেয়।অভিযোগ ওঠেছে মাদক ব্যাবসা সহ বিভিন্ন অপকর্ম করে যুবসমাজের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে কতিপয় রুমা ও মেয়ের জামাই জহিরুল ও তার ছেলে জাহিদ। জানা গেছে, মাদকের টাকায় ইতিমধ্যে তারা শম্ভুগন্জের পাথর ভাঙা এলাকায় রোডের সাথে ৫ তলা ফাউন্ডেশনে আলিশান বাড়ী নির্মান করছেন। তাদের তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী, ধ্বংস যুবসমাজ। তাই তাদের বাধ্যতামূলক রোধ করার দাবি জানান স্হানীয় সচেতন মহল।