মোঃ আলাল উদ্দিন-ভৈরব প্রতিনিধি
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে আজ ভৈরবে নিরাপদ সড়ক চাই নিসচা ভৈরব শাখার কার্যকরী সদস্য,রক্ত সৈনিক,আফসানা নাজনীন প্রিয়া,সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে নিসচার সাধারণ সদস্য,ছাবেরা খানম সুবর্ণা- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে ভৈরব উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা পদকে ভূষিত হন।আজ ৯ ডিসেম্বর সোমবার বিকেলে ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম, ও মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার তাসনিম প্রমুখ।উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের পক্ষ থেকে ৫ ক্যাটাগরিতে ৫ জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।অনুষ্ঠানে আরো ৩ জন জয়িতা পুরস্কার প্রাপ্তরা হলেন শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে শান্তা বেগম, সফল জননী হিসেবে সেলিনা মজিদ,নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন পরিচালনায় ববিতা।সম্মাননা হিসেবে প্রত্যেককে ক্রেস্ট,সনদ ও উত্তরীয় প্রদান করা হয়।নিসচার সড়ক যোদ্ধা আফসানা নাজনীন প্রিয়া ও ছাবেরা খানম সুবর্ণার এই সফলতায় নিসচা ভৈরব শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন সহ নিসচা পরিবারের সকল সদস্যরা তাদের কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন