ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
“নারী কন্যার সুরা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সোমবার (৯ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পালন।এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দিবাকর ভাট,নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল,সাংবাদিক আলম ফরাজী,প্রধান শিক্ষক বাবলী দাস প্রমুখ।সভায় নান্দাইলে বিভিন্ন ক্যাটাগরিতে ৫জন বিশিষ্ট নারীর হাতে সম্মাননা ক্র্যাস্ট ও উপহার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল ও অতিথিবৃন্দ।এসময় নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, প্রশাসনের সকল কর্মকর্তা ও সুশীল সামাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।