প্রেস বিজ্ঞপ্তি : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় শব্দ তরঙ্গ প্রকাশনী,র উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরিতে ৭ ই ডিশেম্বর শনিবার বিকাল ৫ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে পদক প্রদান ও সাহিত্য আসর। শব্দ তরঙ্গ প্রকাশনী'র প্রকাশক কবি আফসার আশরাফী সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা সরকারী গণগ্রন্থাগার এর সহকারী পরিচালক জনাব আজিজুল হক সুমন, বিশেষ অতিথি হিসাবে যারা বক্তব্য রাখেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পাকুন্দিয়া উপজেলা শাখার উপদেষ্টা কবি বোরহান উদ্দিন, কবি ও কথাসাহিত্যিক শেখ শফিক, অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠন এর উপদেষ্টা জনাব জালাল মোহাম্মদ গাউস শাওন, অপিয়াম ফার্মা এর ম্যানেজিং ডিরেক্টর, প্রেম ও দ্রোহের কবি আরিফুজ্জামান খন্দকার প্রমুখ। অনুষ্ঠানে শব্দ তরঙ্গ সম্মাননা ও সাহিত্য পুরস্কার বিভিন্ন শাখায় যারা পেলেন, জনাব আজিজুল হক সুমন, জনাব মো.রুহুল আমিন,জালাল মোহাম্মদ গাউস শাওন, হাকীম রফিকুল ইসলাম,কন্ঠ শিল্পী মো.হামিদ, কবি বোরহান উদ্দিন, কবি ও কথা সাহিত্যিক শেক শফিক,কবি হানিফ রাজা,কবি আসাদুজ্জামান খান মুকুল, কবি ও ছড়াকার শাহ আলম বিল্লাল, কবি ও ছড়াকার এম,হাবিবুর রহমান, কবি তাছলিমা আক্তার মুক্তা, কবি মীর জাহান ভূঁইয়া, কবি রাশেদ মনির, কবি এস এ বিপ্লব, কবি মোহাম্মদ জালাল উদ্দিন,কবি ইমরান হোসেন পলাশ খান। এছাড়াও যারা স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি সুমন কবির, কবি ও ছাড়াকার গোলাপ আমিন, কবি ও গীতিকার মোখলেছুর রহমান আকন্দ, কবি রফিকুল ইসলাম খোকন, কবি আফরোজা মন্ডল, কবি মলং আলীমুর রাজী রাজীব, কবি রবিন সরকার, কবি রুহুল আমীন, কবি আব্দুর রহমান রফিক ও বিমল চন্দ্র ভৌমিক সহ আরো অংশগ্রহণ করেন বিভিন্ন জেলা ও উপজেলার কবি সাহিত্যিক বৃন্দ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com