স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের নিকলীতে পাগলা কুকুরের কামড়ে মো. জয় (১২ ) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে নিকলী উপজেলার সদর ইউনিয়নের কুর্শা নয়া হাটি গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, কুর্শা গ্রামের হাওরে শিশুটি একটি হাঁসের খামারে কাজ করতো। কাজে যাওয়ার পথে হঠাৎ একটি পাগলা কুকুর তাকে অতর্কিত আক্রমন করে। কুকুরটি তার শরীরের বিভিন্ন স্থানে কামড়াতে থাকলে।আক্রান্ত শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে বেলা ২ টার সময় নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে। নিহত জয় উপজেলার সদর ইউনিয়নের কুর্শা নয়াহাটি গ্রামের মৃত জুয়েল মিয়ার ছেলে।বিষয়টির সত্যতা নিশ্চিত করে নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন জানান, এটি খুবই মর্মান্তিক ঘটনা। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।