নিজস্ব প্রতিনিধি
কিশোরগঞ্জ পৌর শহরের গাইটাল জনতা রোডের ভুঁইয়া বাড়ী মোড়ের পাশে একটি বাড়িতে আগুন লেগে প্রায় বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায় ৪ ডিসেম্বর বুধবার আনুমানিক সকাল ১১ টার দিকে আগুন লেগে একটি বাড়ির তিনটি ঘর পুড়ে যায়। আনুমানিক বিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার।এলাকাবাসী জোবায়ের জানান, আনুমানিক সকাল এগারটা থেকে সাড়ে এগারোটার দিকে আগুন লাগে, আমরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিসের কর্মীরা ও এলাকাবাসীমিলে আগুন নিভাতে সহায়তা করি।এলাকাবাসী কেনু সহ প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক সকাল ১১ টার দিকে আগুন লাগার পর এলাকাবাসীর পক্ষ থেকে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে বিষয়টা অবহিত করি পরবর্তীতে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নেভায়। এলাকাবাসীর সহায়তায় ও ফায়ার সার্ভিস টিমের দ্রুততায় অল্প সময়ের মধ্যেই আগুন নেভানো হয়। আগুন নেভানোর পর দেখা যায় তিনটি ঘরের কোন কিছু্ আর অক্ষত নেই সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।হুমায়ুন করীর জানান, আমার বড় ভাই মো: মতিউর রহমান প্রায় তিন মাস আগে মৃত্যুবরণ করেন, বড় ভাইয়ের তিনটি ঘর ভাড়া দেওয়া ছিল।ভাইয়ের দুই মেয়ে কিশোরগঞ্জের বাইরে চাকরি করে, ভাইয়ের বাকী সন্তানেরা ছোট ছোট। ঘর তিনটির ১০ হাজার টাকা ভাড়ার পাশাপাশি মেয়েরা টাকা পাঠাত তা দিয়ে ভাবী অন্য বাড়িতে বাচ্চাদের নিয়ে থাকতেন। আগুন লাগাকালীন সময়ে ভাড়াটিয়ারা কেউ বাড়িতে ছিল না। শত্রুতা করে আগুন লাগানো হয়েছে বলে আমি ধারনা করছি। আমরা আইনের আশ্রয় নিব।কিশোরগঞ্জ সদর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জনাব আবুজর গিফারী জানান, খবর পেয়ে দ্রুত আমাদের দুইটি ইউনিট প্রায় এক ঘন্টা এলাকাবাসীর উপস্থিতিতে আগুন নেভাতে সক্ষম হয়। আগুন্ লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। আনুমানিক ক্ষতি ১৫-১৬ লাখ টাকা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com