মোঃ নজরুল ইসলাম কটিয়াদী
কিশোরগঞ্জের কটিয়াদীতে বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে এক দিনে ১৫ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। কুকুরের কামড় থেকে বাঁচতে জনসচেতনতায় মাইকিং করা হয়েছে। ০৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে কটিয়াদী পৌরসভার ০৯ নং ওয়ার্ডের বেথইর গ্রামে এ ঘটনা ঘটে।কুকুরের কামড়ে আহতরা হলো পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ডের বেথইর এলাকার মোঃ শামসুদ্দিন মিয়া (৬৫),ইমামুদ্দিন (৬০), রাব্বি (০৭) দুলেনা বেগম (৫০), আবিদ (০৮)),, চরু মিয়া (৭), রাব্বি( ০৭), ফাতেমা সহ অন্তত ১৫ জন। গুরুতর আহত ইসমাইলকে ঢাকা মহাখালী হাসপাতালে, শামসুদ্দিনকে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুলেনা বেগমকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।বাকিরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকায় বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছে।জানা যায়, সকাল ০৭ টার দিকে অত্র গ্রামের পশ্চিম পাড়া রোডে ঢুকে পড়ে রাস্তায় যাকে পেয়েছে তাকেই কামড়ে দিয়েছে। এ সময় নারী-পুরুষ শিশুদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। কুকুরের কামড় থেকে বাঁচতে সকলেই ঘরের মধ্যে লুকিয়ে পরতে দেখা যায়। তখন অত্র গ্রামের কেন্দ্রীয় মসজিদ থেকে মাইকিং করা হলে গ্রামবাসী লাঠিসাঠা নিয়ে কুকুরকে বেধড়ক পিটিয়ে মেরে ফেলা হয়। ফলশ্রুতিতে গ্রামবাসীর মধ্যে স্বস্তির বিরাজ ফিরে পেয়েছে।