আবুল হাশেম-স্টাফ রিপোর্টারঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি
সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে
আসছে। র্যাব জঙ্গি,সন্ত্রাসী,সংঘবদ্ধ অপরাধী,মাদক,অস্ত্রধারী অপরাধী,ভেজাল পণ্য,ছিনতাইকারী,প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।ইং ০৬ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত্রী ০৩.৩০ ঘটিকায় রাজশাহী জেলার বাগমারা থানাধীন সুলতানপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে ধারালো দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল ১৯ টি,ধারালো হাসুয়া ১৮ টি, ধারালো কুড়াল ০৫ টি,ধারালো বড় ছুরি ০৮ টি,আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান ০৪ টি,চাইনিজ রাইফেল এর গুলি ০২ রাউন্ড,শর্টগানের রাবার বুলেট ০১ রাউন্ড এবং হাত বোমা ও ককটেল ক্সতরীর কাজে ব্যবহৃত বিস্ফোরকদ্রব্য গান পাউডার -০৪ কেজি ১৫০ গ্রাম উদ্ধার করে।গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫ এর গোয়েন্দা দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাগমারা থানাধীন সুলতানপুর গ্রামস্থ এলাকায় কতিপয় চরমপন্থী ও সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে তাদের ব্যবহৃত অস্ত্র সরঞ্জামাদি লোকচক্ষুর আড়ালে পরিত্যক্ত অবস্থায় একটি পরিত্যক্ত বাড়ীতে ফেলে রেখে যায়।এরই প্রেক্ষিতে সিপিএসসি,র্যাব -৫ এর একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে গভীর রাতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য,ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে।প্রাথমিক তদন্তে জানা যায় যে, উদ্ধারকৃত বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য,ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র বর্তমান পরিস্থিতিকে আরো অশান্ত ও বিশৃঙ্খলাপূর্ণ করে তোলার লক্ষ্যে কতিপয় সন্ত্রাসী দীর্ঘদিন হতে সংগ্রহ করে আসছিল। সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষে র্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য,ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র রাজশাহী জেলার বাগমারা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com