সবক’টা জানালা খুলে রেখেছি,
মনে হয় তারে আমি কাছে পেয়েছি।
পায়ের আওয়াজ বাজে মৃদুলয়ে,
কাব্যের বুনন তুলি স্বপ্ন ছুঁয়ে।
সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে এসে,
মূর্ত প্রতীক হয়ে আছে বাতায়ন পাশে।
হৃদয়ে কাঁপন তুলে চোখ ছলছল
হাত ধরে করি যেনো কোলাহল!
জীবনের খর রৌদ্রে মেঘের ছায়ায়,
কাব্যের উঠুন ভরে গেছে তারই
মায়ায়।
এ-গাঁও ও-গাঁও খুঁজি,খুঁজি বিশ্বালয়,
মরুময় বুকখানিতে জমে ওঠে হিমালয়।
তিল তিল করে জীবন গিয়েছে চলে,
শুদ্ধতম কবি হবো- যদি দেখা মিলে!