আমার একটা নাম যে ছিল জানা
ডাকতে তারে করতো না কেউ মানা
এতদিনে নামটা গেছি ভুলে
হয়তোবা তার নামটা ছিল ডানা।
ছিল না সে ডানাকাটা পরি
চলতো যখন বনের পথটা ধরি
কেমন যেন চোখ জুড়াতো দেখে
বলতো না তো কেউ তারে সুন্দরী।
কিন্তু ছিল চোখ দুটো তার কালো
দেখে আমার লাগতো কী যে ভালো
তারে কিছু বলিনি আর এমন
জ্বেলে দিতো মনের মাঝে আলো।
যখন হাওয়া লাগতো দিঘল চুলে
গান গাওয়াটা যেতাম আমি ভুলে
আঁচল যে তার চাইতো আকাশ ছুঁতে
ডাকতো পাখি বসে নদীর কূলে।
তারে আমি দেখিনি আর পরে
চলেনি সে বনের পথটা ধরে
ঠিকানা তার বলতে পারো যদি
অশ্রু দেবো নিও আঁচল ভরে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com