আমার একটা নাম যে ছিল জানা
ডাকতে তারে করতো না কেউ মানা
এতদিনে নামটা গেছি ভুলে
হয়তোবা তার নামটা ছিল ডানা।
ছিল না সে ডানাকাটা পরি
চলতো যখন বনের পথটা ধরি
কেমন যেন চোখ জুড়াতো দেখে
বলতো না তো কেউ তারে সুন্দরী।
কিন্তু ছিল চোখ দুটো তার কালো
দেখে আমার লাগতো কী যে ভালো
তারে কিছু বলিনি আর এমন
জ্বেলে দিতো মনের মাঝে আলো।
যখন হাওয়া লাগতো দিঘল চুলে
গান গাওয়াটা যেতাম আমি ভুলে
আঁচল যে তার চাইতো আকাশ ছুঁতে
ডাকতো পাখি বসে নদীর কূলে।
তারে আমি দেখিনি আর পরে
চলেনি সে বনের পথটা ধরে
ঠিকানা তার বলতে পারো যদি
অশ্রু দেবো নিও আঁচল ভরে।