মোঃনজরুল ইসলাম-কটিয়াদী (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে কটিয়াদী উপজেলার পশ্চিম ভিটাদিয়া তিন রাস্তার মোড় সংলগ্ন মাঠে আচমিতা ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ডের সভাপতি সামছুজ্জামান জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নানসহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করার আহ্বান জানান।