মাইনুল হক মেনু,কটিয়াদী
কিশোরগঞ্জের কটিয়াদীতে ফসলি জমি থেকে অবৈধভাবে বালু তোলে অন্যত্র বিক্রয় করার অপরাধে বাছের উদ্দিন নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রমান আদালত।সোমবার বিকালে উপজেলা আচমিতা ইউনিয়নের চারিপাড়া গ্রামে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।ভ্রাম্যমান আদাল পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাফফাত আরা সাঈদ।এ সময় উপস্থিত ছিলেন ভুমি অফিসের অফিস সহকারী কামরুল ইসলাম,কটিয়াদী মডেল থানার একদল পুলিশ।উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাফফাত আরা সাঈদ জানান, আচমিতা ইউনিয়নের চারিপাড়া গ্রামে ফসলি জমি থেকে অবৈধভাবে বালু তোলার সময় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।