স্টাফ রিপোর্টার,ঈদগাঁও
জেলা সদরের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন নবাগত ইউএনও। ১ ডিসেম্বর বিকেল তিনটায় বিদ্যালয়ে পরিদর্শন আসেন কক্সবাজারে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা। এসময় স্কুল প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাতের নেতৃত্বে অপরাপর শিক্ষকরা অফিস কক্ষে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক সিরাজুল হক, ক্রীড়া শিক্ষক আব্দুল মজিদ খান,সহকারী শিক্ষক মোজাম্মেল হক। পরে ইউএনও মহোদয় বিভিন্ন অবকাঠামোসহ সার্বিক পরিদর্শন পূর্বক সন্তোষ প্রকাশ করেন। স্বাভাবিক ভাবে স্কুল পরিচালনাসহ সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রতিও আহবান জানান।