জাহাঙ্গীর হোসেন
মানুষের মৃত্যুর খবর শুনে যায় মানুষ
যার আপন মানুষ মরে তার থাকেনা হুস
অনেক সান্ত্বনা দিয়ে বলে হয়ো না বেহুস
যদিও আত্মীয় স্বজনরা বলে কবরে হবে সুখ
এসব সান্ত্বনায় ভরে না- ত বুক।
চলা ফেরার জীবন ছিল ভালো
পরপারে পাবে সে সুখের আলো
তবুও আপন মানুষের মন থাকে না ভালো
আমাকে ছেড়ে সে কিভাবে গেল?
আমি এখন কি করিব বলো।
আত্মীয় স্বজনেরা হয়ে যায় ব্যস্ত
দাফন কাফন করিতে সমাপ্ত
বাঁশ কেটে করব খুঁড়ে হয়ে পড়ে ক্লান্ত
যদিও তাদের মনে ভরা শোকান্ত
ছড়াবে সুরমা আতর আর গোলাপ জলের গন্ধ।
তুমি কখনো ভেবোনা আমি ছাড়া বাঁচিবে না
গাছের ও একসময় সবুজ পাতা থাকে না
তবুও গাছ মরে না
ঋতুর পরিবর্তনে আবারও সবুজ পাতা আসে
আমি মরে গেলে ও অনেকে আদর করিবে।
কি যে এক শব্দের নিষ্টুর নাম মৃত্যু
তবু ও তুমি সৃষ্টি কর্তার উপর তুষ্টু
আছে দুনিয়াতে যত জীব আর জন্তু
সবাই হয়ে যাবে মৃত্যুর বন্ধু।