মোশাহেদ চৌধুরী
কলিজাতে দাগ লাগিয়ে তুমি গেলে চলি
মনের দুঃখ সবার কাছে কেমন করে বলি।।
আপন করে পেতে তোমায় কেন যে চায় মন
তোমার দেয়া আঘাতগুলো বড়ই প্রয়োজন।
ঝরা ফুলের মতো আমায় এমনি গেলে দলি।।
তুমি এখন আমার থেকে থাকো অনেক দূরে
পাখি হলে ডানার ভরে এমনি যেতাম উড়ে।
ছুঁয়ে দিতাম খুব সহজে মনের চোরাগলি।।
দেখতে মনে চায় গো বন্ধু তোমারই মুখখানি
চাইলেও তো পারি না তাই চোখে ঝরে পানি।
হৃদয় মাঝে কী যে ব্যথা আপনি ওঠে জ্বলি।।